আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, খুনীদের রাজত্ব বাংলাদেশে আর হবে না। নির্বাচন নিয়ে বিদেশি ষড়যন্ত্র আছে, তা রুখে দিতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা জানান, অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষের খুনের বিচার হবে। হুকুমের আসামি হবে তারেক জিয়া।
শনিবার দুপুর সাড়ে তিনটায় মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আসেন, আওয়ামী লীগ সভাপতি। এসময় শেখ রেহানাও তাঁর সাথে ছিলেন।
বঙ্গবন্ধুর দুই মেয়েকে একসাথে মঞ্চে পেয়ে, আপ্লুত স্থানীয় নেতাকর্মীরা। মাদারীপুর–৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ, বঙ্গবন্ধুর দুই কন্যার হাতে পিতলের নৌকা তুলে দেন।
শেখ হাসিনা অভিযোগ করেন, উচ্ছিষ্ট ও রাজাকারদের নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যন্ত উন্নয়ন করেছে। পদ্মা সেতুর সুফলের কথাও মাদারীপুরের ভোটারদের স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।
নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান আ.লীগ সভাপতি।
জনসভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, মাদারীপুরের তিনটি আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।
এসএ/দীপ্ত নিউজ