প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভোট জয়ের উদযাপনে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবে নেতা–কর্মীদের ঢল নামে। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্ত মুজিব ১৯৭২ সালের ১০ই জানুয়ারি ফিরে এসেছিলেন এই উদ্যানেই। ঐতিহাসিক সেই দিনটিকে রাঙিয়ে দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরুঙ্কুশ বিজয় উৎসব।
বিকেল চারটায় জনসভাস্থলে প্রবেশ করেন বঙ্গবন্ধু কন্যা। এসময় জনসভায় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকে নির্বাচনে জয়ী এবং পরাজিত প্রার্থীসহ দলের কেন্দ্রীয় নেতারা। দলের পক্ষ থেকে সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দাবি করেন, কোন ষড়যন্ত্রেই পথ হারাবে না বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নেয়া উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। একটা শ্রেণি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোটে কারচুপি হয়েছে বলার কোন সুযোগ নেই। নির্বাচনে কোন হস্তক্ষেপ করেনি সরকার।
সকল বাধা উপেক্ষা করে নির্বাচন গ্রহণ করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা।
আল / দীপ্ত সংবাদ