নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ‘অস্পষ্ট’ মনে হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।
তিনি বলেছেন, “আমরা বার বার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না।”
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদেন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি খুবই হতাশ হয়েছি যে, গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্পষ্ট কোনো নির্বাচনী রোডম্যাপ উল্লেখ করেননি প্রধান উপদেষ্টা।’
ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়া হবে এটি একটি অস্পষ্ট বক্তব্য। ‘এটি খুবই অস্পষ্ট।’ ডিসেম্বর থেকে জুন –ছয় মাস। তাই এখানে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি।’
বিএনপি নেতা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য দলের আহ্বান পুর্নব্যক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় যে সংকট তৈরি হয়েছে, তার সমাধান হবে না।
ফখরুল বলেন, বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। ‘বিএনপি জাতির স্বার্থে, জাতির নিরাপত্তায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কথা বলছে।’
বিএনপি মহাসচিব বলেন, তারা আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এর আগে নেতাকর্মীদের নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাভারের জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ফখরুল হতাশা প্রকাশ করে বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। ‘কিন্তু এটিই ইতিহাস’।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিকৃত করা ইতিহাস চায় না বিএনপি।
বিএনপি নেতা বলেন, দেশে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তত তাড়াতাড়ি দেশের সমস্যাগুলো সমাধান হবে।
আল