নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপি‘র স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর ধর্মসাগর পাড়ের নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের কথায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ সিদ্ধান্ত নেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
তিনি বলেন, কুমিল্লা–৬ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিই। আমি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, তাই নির্বাচন আমার কাছে অর্থবহ।
তিনি আরও বলেন, আমি ৩৩ বছর ধরে দল করি। বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান আমাকে কুমিল্লা জেলার ৬টা নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেন। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য, দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই কারণে উনার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব।
হাজী ইয়াসিন জানান, সকালে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছিলাম কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় বিকাল ৫টার মধ্যে সেটি প্রত্যাহার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা–৮ (বরুড়া) আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা–৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি প্রার্থী মো. জসিম উদ্দিন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম‘সহ আরও নেতৃবৃন্দ।
শাকিল মোল্লা/এসএ