দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, আওয়ামী লীগ আয়োজিত তিনটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
এরইমধ্যে সমাবেশ স্থলের প্রস্তুতি শেষ হয়েছে। দলীয় প্রধানের দিক নির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, স্থানীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী উত্তরের জনপদটিতে পৌঁছানোর পর প্রথমে তারাগঞ্জ উপজেলার ওয়াকফো স্টেট কলেজ মাঠে ভাষণ দেবেন। এরপর সেখান থেকে রওনা হয়ে তিনি পীরগঞ্জ পৌঁছানোর আগে, রংপুরের মিঠাপুকুরের একটি পথসভায় অংশ নেবেন।
পরে দুপুর তিনটায় আওয়ামী লীগ সভাপতি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় ভাষণ দেবেন।
রংপুর–৬, আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দলীয় প্রধান নিজেও এ আসন থেকে আগে নির্বাচন করেছেন। তবে ২০১৮ সালে এ আসনটি স্পিকারকে ছেড়ে দেন।
আরও পড়ুন: শাহজালালের মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা
আল/ দীপ্ত সংবাদ