মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিল বুথ পরিদর্শন করে এ কথা বলেন।

সিইসি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশপরিস্থিতি সন্তোষজনক আছে।’

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।

সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

রংপুর অঞ্চল: বুথ(আসন ১৩৩), রাজশাহী অঞ্চল: বুথ(আসন ৩৪৭২), খুলনা অঞ্চল: বুথ(আসন ৭৩১০৮), বরিশাল অঞ্চল: বুথ(আসন ১০৯১২৯), ময়মনসিংহ অঞ্চল: বুথ(আসন ১৩০১৬৭), ঢাকা অঞ্চল: বুথ(আসন ১৬৮২০৮), ফরিদপুর অঞ্চল: বুথ(আসন ২০৯২২৩), সিলেট অঞ্চল: বুথ(আসন ২২৪২৪২), কুমিল্লা অঞ্চল: বুথ(আসন ২৪৩২৭৭) ও চট্টগ্রাম অঞ্চল: বুথ১০ (আসন ২৭৮৩০০)

উল্লেখ্য, আসন্ন নির্বাচন ঘিরে যাচাইবাছাই শেষে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া তথ্যে গড়মিলসহ নানা কারণে মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More