বিজ্ঞাপন
শুক্রবার, মে ২, ২০২৫
শুক্রবার, মে ২, ২০২৫

নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে নির্বাচন চাওয়া যেন অপরাধ।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, প্রতিটি দলই সংস্কারের পক্ষে। এর পরেও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে, তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে।

তিনি বলেন, ‘নির্বাচন বিষয়ে কেন সময়ক্ষেপণ করা হচ্ছে? এর ফলে জনগণের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে আনার জন্য অন্তর্বর্তী সরকারকেই উদ্যোগ নিতে হবে।’

পতিত স্বৈরাচারের পুনরুত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশ্ন রাখেন, ‘সংবিধান লঙ্ঘনের জন্য স্বৈরাচারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিয়েছে? যদি বর্তমান সরকার ব্যবস্থা না নেয়, পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ফ্যাসিবাদ রোধে ‘কিতাবি সংস্কার’ যথেষ্ট নয় বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘বিএনপি রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারের দাবি জানিয়ে আসছে।’ তার মতে, একমাত্র জবাবদিহিমূলক সরকারই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস যেন কেউ না দেখায়, তা নিশ্চিত করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘দেশের প্রতিটি রাজনৈতিক দলই রাজনৈতিক সংস্কারের পক্ষে। তবে রাজনৈতিক দলগুলোর অবজ্ঞা করলে তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে।’

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর জনগণের আদালতে যাওয়ার সুযোগ তৈরি করার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দু’টি অর্জন হলো ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ জানুয়ারির গণঅভ্যুত্থান। এই দুই অর্জনের মাধ্যমে আমরা যে বার্তা পেয়েছি তা হলো, বাংলাদেশ কখনোই দিল্লির তাঁবেদার রাষ্ট্র হতে পারে না।’

পলাতক স্বৈরাচারের বিষয়ে তিনি বলেন, ‘একসময় স্বৈরাচার দেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।’

তিনি উল্লেখ করেন, ‘দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। ব্লেইম গেম দিয়ে এ সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। নতুন যে সরকার গঠিত হবে, তারা পলাতক স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এবি পার্টির সভাপতি মুজিবুর ​_রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, ইসলামী ঐক্যজোটের মামুনুল হক, গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More