আসন্ন সংসদ নির্বাচনের তফসিল বাতিলে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা।
শুক্রবার (২৪ নভেম্বর) ‘তফসিল বাতিলের জন্য মহল বিশেষের বিবৃতির প্রতিবাদ’ শিরোনামে ৩৮৫ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এই বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতির বিষয়টি বস্তুনিষ্ঠ নয় এবং এই বিবৃতিতে যেসব তথ্য–উপাত্তের উল্লেখ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত, অসত্য ও বিভ্রান্তিকর।
সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কমিশন এই তফসিল ঘোষণার পূর্বে কমিশনের সব স্টেকহোল্ডারের সঙ্গে বহুবার আলোচনা করেছে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে মতবিনিময়ের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। কমিশনের এই আহবানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলগুলো কমিশনের সঙ্গে আলোচনা করেনি। এমনকি তাদেরকে কমিশন থেকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হলেও তারা সে আলোচনায় সাড়া দেয়নি, যাকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদলিপিতে।
বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকেও বহুবার তাদের আহবান জানানো হয়। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে সরকারের পদত্যাগের জন্য আন্দোলন, আন্দোলনের নামে অগ্নিসংযোগ, সন্ত্রাস, বাংলাদেশের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের বাসভবনে হামলা, কর্তব্যরত পুলিশকে নির্মমভাবে হত্যা করে নিহত পুলিশের হেলমেট খুলে চাপাতি দিয়ে মাথায় কোপানো, সাংবাদিকদের ওপর হামলা, হাসপাতালসহ অন্যান্য স্থাপনায় নাশকতা করে। এই একই মহল নির্বাচন প্রতিহত করার জন্য ২০১৪ সালেও একইভাবে যানবাহনে অগ্নিসংযোগ, সড়কপথে বৃক্ষকর্তন, নির্বাচন অফিসসমূহে অগ্নিসংযোগ, ভোটারদের নির্মমভাবে প্রহার–এমনকি কর্তব্যরত প্রিজাইডিং অফিসারকে ব্যালট বাক্সের উপরে কুপিয়ে হত্যা করার মতো নৃশংস ও বর্বরোচিত ভূমিকা গ্রহণ করেছিল। এখনও সেই একই মহল নির্বাচনের তফসিল ঘোষণার পর তাকে এক তরফা নির্বাচন তফসিল বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবী করছে। ঘোষিত তফসিল কমিশনের সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য এবং উম্মুক্ত। তাহলে কীভাবে এই তফসিল একতরফা হয় এবং কীভাবে অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কমিশনের সংবিধান সম্মত তফসিলকে এক তরফা তফসিল হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের জন্য সুপারিশ করেন তা সর্বসাধারণের কাছে বোধগম্য নয়। এই প্রয়াস বাংলাদেশকে একটি সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর।
বিবৃতিতে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তনের বিষয়ে ‘ডকট্রিন অব নেসেসিটি’ র কথা উল্লেখ করা হয়েছে। কোনও দলের একক রাজনৈতিক সিদ্ধান্ত ও দাবিকে ‘ডকট্রিন অব নেসেসিট‘ বলে চালিয়ে দেওয়া ‘একতরফ‘ বিষয়। তাছাড়া বাংলাদেশে এমন কোনও পরিস্থিতির উদ্ভব হয়নি, যাতে এর প্রয়োজন রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তত্বাবধায়ক সরকারের ধারণাকে ২০০১ সালে ষড়যন্ত্র করে প্রাথমিকভাবে বিতর্কিত করেছে এবং ২০০৬ সালে বিবিধ পদক্ষেপের মাধ্যমে এক এগারোর সৃষ্টি করে তিন মাসের তত্বাবধায়ক সরকারকে দুই বছরের দীর্ঘ একটি অবস্থায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল। বাংলাদেশের জনগণ এই তিক্ত অভিজ্ঞতার কারণেই ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত নবম জাতীয় সংসদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়নের নিমিত্ত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের বিধিসম্মত তফসিল ঘোষণা করা হয়েছে–যেখানে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত সব দলের অংশগ্রহণের উম্মুক্ত সুযোগ বিদ্যমান, তাকে ‘একতরফা তফসিল’ বলার কোনও অবকাশ আছে বলে আমরা মনে করি না।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন
1. কাজী রিয়াজুল হক, সভাপতি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি ও সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ।
2. ড. আতিউর রহমান, সাবেক গর্ভনর, বাংলাদেশ ব্যাংক
3. কে. এইচ. মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব ও সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
4. উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব ও সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
5. মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি, সচিব ও কলামিস্ট।
6. ড. হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত।
7. রাষ্ট্রদূত মোঃ আব্দুল হান্নান।
8. সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, সাবেক সিনিয়র সচিব।
9. মোহাম্মদ সিরাজুল হক খান, সাবেক সচিব।
10. অপরূপ চৌধুরী, সাবেক সচিব।
11. অশোক কুমার বিশ্বাস, সাবেক সচিব।
12. ড. প্রশান্ত কুমার রায়, সাবেক সচিব।
13. মোঃ নাসির উদ্দিন আহমেদ, সাবেক সচিব।
14. সুবীর কিশোর চৌধুরী, সাবেক সচিব।
15. মোঃ আব্দুস সামাদ, সাবেক সিনিয়র সচিব।
16. রাষ্ট্রদূত সোহরাব হোসেন।
17. মোল্লা ওয়াহদেুজ্জামান, সাবেক চেয়ারম্যান, বেসরকারিকরণ কমিশন।
18. ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক মুখ্য সচিব।
19. অশোক মাধব রায়, সাবেক সচিব।
20. রাষ্ট্রদূত একেএম আতিকুর রহমান।
21. রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ।
22. মোহাম্মদ শহীদুল হক, সাবেক সিনিয়র সচিব।
23. রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ।
24. রাষ্ট্রদূত চৌধুরী ইখতিয়ার মমিন।
25. মোঃ আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব।
26. রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
27. ড: ইকবাল মাহমুদ, সাবেক চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন (দুদক)।
28. ড. মোহাম্মদ সাদিক, সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
29. মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।
30. রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম।
31. এম এ কাদের সরকার, সাবেক সচিব।
32. সুনীল কান্তি বোস, সাবেক সচিব।
33. নাসিমা, এনডিসি, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ।
34. শ্যামল কান্তি ঘোষ, সাবেক সচিব।
35. মোঃ ফজলুল হক, সাবেক সচিব এবং সদস্য, সরকারি কর্ম কমিশন (পিএসসি)
36. মোঃ দিলওয়ার বখত, সাবেক সিনিয়র
37. জেসমিন আরা বেগম, সাবেক জেলা জজ এবং সাবেক সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন।
38. ড. নিজাম উদ্দিন আহমেদ, স্থপতি ও লেখক।
39. রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম।
40. মোঃ নজিবুর রহমান, সাবেক মুখ্য সচিব ও চেয়ারম্যান, ক্যাপিটাল মার্কেট ও স্ট্যাবলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।
41. সেলিনা আফরোজ, পিএইচডি, সাবেক সচিব।
42. পবন চৌধুরী, সাবেক সচিব।
43. মোঃ শামসুল আরেফিন, সাবেক সিনিয়র সচিব।
44. ড. খন্দকার শওকত হোসাইন, সাবেক সচিব।
45. অধ্যাপক ড. কামরুল হাসান খান, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক উপার্চায, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
46. অধ্যাপক ড. মোঃ মুস্তাফিজুর রহমান, সাবেক উপাচার্য, বঙ্গমাতা শখে ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
47. অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
48. ড. আব্দুল মান্নান চৌধুরী, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
49. অধ্যাপক ড. এম এ মান্নান, সাবেক উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
50. অধ্যাপক ড. রাশিদ আসকারী, সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ।
51. ড. হারুন–অর–রশিদ, সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
52. অধ্যাপক ড. ইকবাল আর্সলান, সাবেক সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
53. অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হক, সাবেক মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
54. অধ্যাপক ড. বরেন চক্রবর্তী।
55. অধ্যাপক ড. নুজহাত চৌধুরী।
56. অধ্যাপক ড. মামুন–আল মাহতাব।
57. অধ্যাপক ডা. মাহমুদ হাসান
58. অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান
59. অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল্লাহ
60. অধ্যাপক ডা. আনিসুল হক
61. অধ্যাপক ডা. এম এ আমান
62. অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ
63. অধ্যাপক ডা. আমজাদ হোসেন
64. ডা. মজিবুর রহমান ভূঞা
65. ডা. মোঃ শফিকুর রহমান
66. অধ্যাপক ডা. অণুপ কুমার সাহা
67. অধ্যাপক ডা. মিজানুর রহমান
68. অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী
69. অধ্যাপক ডা. আব্দুল আজিজ
70. জনাব একেএম শহীদুল হক, সাবেক আইজিপি
71. জনাব মুনিরুজ্জামান ভূঞা
72. জনাব আব্দুল গণি মোল্লা
73. জনাব হাবিবুর রহমান শেখ
74. জনাব খলিলুর রহমান
75. জনাব গোলাম রসুল
76. জনাব উত্তম কুমার বড়ুয়া
77. জনাব চৌধুরী এহসানুল খালেক
78. জনাব মোমেনুল হক
79. জনাব ফয়সাল ইকবাল চৌধুরী
80. অধ্যাপক মজিবুল হক
81. জনাব মোহাম্মদ শরীফ
82. জনাব গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত সচিব।
83. জনাব আবু তাহের, সাবেক অতিরিক্ত সচিব।
84. জনাব একেএম শামীম চৌধুরী, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা।
85. জনাব মাহবুব আহমেদ, সাবেক সিনিয়র সচিব।
86. জনাব তাহরুল আলম, সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
87. জনাব শামসুল কিবরিয়া, সাবেক অতিরিক্ত সচিব।
88. জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক অতিরিক্ত সচিব।
89. জনাব মেসবাহ উল আলম, সাবেক অতিরিক্ত সচিব।
90. জনাব শাহজাদী আঞ্জুমান আরা, সাবেক অতিরিক্ত সচিব।
91. জনাব মিজানুর রহমান, সাবেক সচিব।
92. ড. রফিকুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার।
93. জনাব মোঃ আখতারুজ্জামান, সাবেক চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
94. জনাব আমজাদ হোসনে, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে।
95. জনাব অশোক কুমার মন্ডল, সাবেক মহা ব্যাবস্থাপক, টেলিকম
96. জনাব কবির জামান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, টেলিফোন শিল্প সংস্থা।
97. ড. জাফর আহমদ খান, সাবেক সিনিয়র সচিব।
98. জনাব মমিন উল্লাহ পাটোয়ারী, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত সচিব
99. লেঃ জেনারেল মোল্লা ফজলে আকবর, এনডিসি, পিএসসি (অবঃ)
100. লেঃ জেনারেল আব্দুল ওয়াদুদ, এনডিইউ, পিএসসি (অবঃ)
101. লেঃ জেনারেল সাব্বির আহমেদ, এসবিপি, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি (অবঃ)
102. এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন (অবঃ)
103. মেজর জেনারেল আলাউদ্দিন মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, বিপি, এনডিসি, পিএসসি (অবঃ)
104. মেজর জেনারেল শিকদার মোঃ সাহাবুদ্দিন (অবঃ)
105. মেজর জেনারেল মোঃ আব্দুর রশিদ, পিএসসি, জি (অবঃ)
106. মেজর জেনারেল নাসির উদ্দিন (অবঃ), এমপি
107. মেজর জেনারেল মোঃ সালাহউদ্দিন মিয়াজী, পিএসসি (অবঃ)
108. মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদ–উল–ইসলাম, বিএসপি, এনডিইউ, পিএসসি (অবঃ)
109. রিয়ার এডমিরাল এ কে এম আজাদ (অবঃ)
110. জনাব মোহাম্মদ আওলাদ হোসেন মিয়া, অবসরপ্রাপ্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ।
111. জনাব মোঃ আবুল কাশেম হাওলাদার, অবসরপ্রাপ্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ।
112. জনাব এম সানাউল হক, অবসরপ্রাপ্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ।
113. জনাব মোঃ আলী ইমাম চৌধুরী, বিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ।
114. বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী পিপিএম, অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক চেয়ারম্যান, পিএসসি।
115. বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, পিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ।
116. বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক, পিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ।
117. জনাব মতিউর রহমান, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ।
118. জনাব অমূল্য ভূষণ বড়ুয়া, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ।
119. জনাব মোঃ মোখলেছুর রহমান, বিপিএম (বার), অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ ও সাবেক সদস্য (পিএসসি)
120. জনাব মোশারফ হোসেন, বিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ
121. জনাব শেখ মুহম্মদ মারুফ হাসান, বিপিএম, পিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ
122. বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ পুলিশ।
123. জনাব ভানু লাল দাস, অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ পুলিশ।
124. জনাব এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম, অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ পুলিশ।
125. জনাব নিবাস চন্দ্র মাঝি, বিপিএম, অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ
126. ড. এস, এম, মনির–উজ–জামান, বিপিএম, পিপিএম, অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ পুলিশ।
127. জনাব মোঃ সফিক উল্লাহ, অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ পুলিশ।
128. জনাব সৈয়দ মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ
129. জনাব আব্দুল কাহার আকন্দ, বিপিএম (বার), পিপিএম(বার), অবসরপ্রাপ্ত ডি আই জি বাংলাদেশ পুলিশ।
130. জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কমিশনার ডি এম পি।
131. ড. বেনজির আহমদে, সাবেক আইজিপি
132. ডাঃ আরিফুল আমিন
133. জনাব মোশারফ হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি
134. জনাব জামিল আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি
135. জনাব মালিক খসরু, সাবেক আইপি
136. জনাব কবির বিন আনোয়ার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব
137. জনাব নুরুল ইসলাম, সাবেক সচিব।
138. জনাব মোঃ নওশের আলী, সাবেক অতিরিক্ত আইজিপি
139. জনাব শৈবাল চৌধুরী, সাবেক অতিরিক্ত আইজিপি
140. জনাব মাহফুজুল ইসলাম, সাবেক ডিআইপি
141. মোঃ শহিদুজ্জামান, সাবেক সচিব।
142. জনাব বেলায়েত হোসনে, সাবেক সচিব।
143. জনাব আবুল কালাম আজাদ, সাবেক সচিব।
144. জনাব ভোলানাথ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব।
145. জনাব বাসুদেব গাঙ্গুলী, সাবেক অতিরিক্ত সচিব।
146. জনাব সুভাষ চন্দ্র, সাবেক অতিরিক্ত সচিব।
147. জনাব আনোয়ার হোসনে, সিনিয়র সচিব (অবঃ)।
148. জনাব শুভাশীষ বোস, সাবেক সিনিয়র সচিব।
149. জনাব উম্মুল হাসনা, সাবেক সচিব।
150. বীর মুক্তিযোদ্ধা মো: আজহার আলী তালুকদার, (সাবেক অতিরিক্ত সচিব)
151. বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই, কার্যনির্বাহী কমিটির সদস্য, অবসর সমিতি
152. বীর মুক্তিযোদ্ধা মো: মহাসীন আলী সরদার (বীরপ্রতীক), সাবেক উপ–সচিব
153. জনাব মোঃ আবুল মনসুর, সাবেক সচিব।
154. জনাব মোঃ নুর উর রহমান, সাবেক সচিব।
155. জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব।
156. জনাব কামাল উদ্দিন তালুকদার, সাবেক সচিব।
157. জনাব মোঃমামুনুর রসিদ, সাবেক সচিব।
158. জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, সাবেক সচিব।
159. জনাব মোঃ রওনক জাহান, সাবেক সচিব।
160. জনাব রেজাউল হাসান, সাবেক সচিব।
161. জনাব জিষ্ণু রায় চৌধুরী, সাবেক সচিব (সাবেক রাষ্ট্রদূত)
162. জনাব নূরজাহান বেগম, সাবেক সদস্য, সরকারি কর্ম কমিশন
163. জনাব শামসুল আরেফিন, সাবেক সিনিয়র সচিব।
164. মিস সুরাইয়া বেগম, সাবেক সিনিয়র সচিব ও সদস্য, তথ্য কমিশন
165. জনাব ইব্রাহীম হোসেন খান, সাবেক সচিব।
166. জনাব মেজবাহ উল আলম, সাবেক সচিব।
167. জনাব জ্যোতির্ময় দত্ত, সাবেক সচিব।
168. জনাব আফরোজা খানম, সাবেক সচিব।
169. জনাব হুমায়ুন খালিদ, সাবেক সচিব।
170. ড. লতিফ, সাবেক সদস্য, সরকারি কর্ম কমিশন
171. জনাব মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত সচিব
172. জনাব রতন পন্ডিত, সাবেক অতিরিক্ত সচিব
173. জনাব প্রিয়তোষ সাহা, সাবেক অতিরিক্ত সচিব
174. জনাব দেলোয়ার হোসেন (এফসিএ)
175. জনাব রঞ্জিত কুমার দাস, সাবেক অতিরিক্ত সচিব
176. জনাব নজরুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব
177. জনাব ফয়জুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সচিব
178. জনাব মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সদস্য, সরকারি কর্ম কমিশন।
179. জনাব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি সাবেক সিনিয়র সচিব
180. জনাব জিএম সালেহ উদ্দীন, সাবেক সচিব।
181. জনাব মোঃ আবুল কাশেম, সাবেক সচিব।
182. জনাব ডঃ মোঃ বেলায়েত হোসনে, সাবেক সচিব।
183. জনাব রাষ্ট্রদূত মাসুদ মান্নান
184. জনাব মোঃ গোলাম হোসেন, সাবেক সচিব
185. জনাব মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, সাবেক সচিব
186. জনাব মুহাম্মদ আব্দুস সামাদ, সাবেক অতিরিক্ত সচিব
187. জনাব রতন মজুমদার, সাবেক উপ প্রধান বন সংরক্ষক
188. জনাব হারাধন বণিক, সাবেক উপ প্রধান বন সংরক্ষক
189. জনাব মোঃ আকতার হোসেন, সাবেক উপ প্রধান বন সংরক্ষক
190. জনাব মোঃ ইউনুচ আলী, সাবেক প্রধান বন সংরক্ষক
191. জনাব মোঃ ফারুক হোসেন, সাবেক উপ প্রধান বন সংরক্ষক
192. জনাব কাজী আখতার, সাবেক সচিব
193. অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম শামীম জেড. বোসুনিয়া, পি. ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বুয়েট
194. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ নুরুল হুদা, চেয়ারম্যান, রাজউক
195. বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ কবির আহমদে ভূঁইয়া, সিই, (পিডব্লিউডি)
196. বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ নুরুজ্জামান, সিই, ডিপিএইচই
197. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ মতিয়ার রহমান, সিই, এলজিইডি
198. ইঞ্জিনিয়ার এ.কে.এম. মনির হোসেন পাঠান, পি. ইঞ্জিনিয়ার, সিই, আরএইচডি
199. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান
200. মোহাম্মাদ আব্দুল মজিদ, অ্যাড. সিই, (পিডব্লিউডি)
201. ইঞ্জিনিয়ার এসকে মোহাম্মাদ মহসিন সিই, এলজিইডি
202. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ রহমত উল্লাহ, সিই, বাউ
203. বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ রেজাউল করিম, অ্যাড. সিই, (পিডব্লিউডি)
204. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ শাহাদাত হোসেন (শেলী), জিএম, তিতাস গ্যাস
205. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আনোয়ার হোসেন
206. ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মাদ, টিএসএস
207. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার দীপক কান্তি দাস, অধ্যাপক, বুয়েট।
208. বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এস এম খবিরুজ্জামান
209. ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, সদস্য, বিপিডিবি
210. ইঞ্জিনিয়ার মেসবাউর রহমান টুটুল, সিই, ডিপিডিসি
211. ইঞ্জিনিয়ার কাজী আনোয়ার হোসনে
212. ডাঃ.ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাবদের আলী, অধ্যাপক, বুয়েট
213. ড. প্রকৌশলী মনোয়ার হোসাইন, প্রফেসের, বুয়েট
214. ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, চেয়ারম্যান, ওয়াসা
215. প্রকৌশলী. খন্দকার মনজুর মোর্শেদ সিই, বি ডব্লিউ ডি বি
216. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মোক্তাধীর
217. প্রকৌশলী মোহাম্মদ আলী
218. প্রকৌশলী আনোয়ার হোসনে, এস আর, সেক্রেটারি
219. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম
220. প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুর রহমান
221. বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আবুল কাসেম, সিই, বিএডিসি
222. ড. প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান, পি ইঞ্জিনিয়ার, ডিজি আর আর আই
223. প্রকৌশলী মোহাম্মদ রমিজ উদ্দিন সরকার, সিই, ডিপিডিসি
224. বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আজিম জোয়ার্দার, পি ইঞ্জিনিয়ার এডিডিএ সিএ, আর এইচ ডি
225. প্রকৌশলী মোহাম্মদ হারুন, ইডি, ডিপিডিসি
226. প্রকৌশলী, মোহাম্মদ আব্দুল মালেক সিকদার
227. এফ/ ০৩১৪৪ প্রকৌশলী মোহাম্মদ আইনুল হক, পি ইঞ্জিনিয়ার সিই, পিজিসিবি
228. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান সিই, বি সি আই সি
229. প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার , পি ইঞ্জিনিয়ার
230. প্রকৌশলী ইমু রেজাহুল হাসান, সি ই, বি ডব্লিউ ডি বি
231. প্রকৌশলী সৈকত আলী চৌধুরী
232. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল
233. ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আবু সাদেক, পি ইঞ্জিনিয়ার, ডিরেক্টের, বি আর আই
234. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসনে
235. ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ, চেয়ারম্যান, বিপিডিবি
236. ইঞ্জিনিয়ার এম এম সিদ্দিকী, সিই, বিপিডিবি
237. অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম এম শহীদুল হাসান, অধ্যাপক, বাউ
238. বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল্লাহ সিকদার, সিই, ওয়াসা
239. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল আলম
240. ইঞ্জিনিয়ার এ কে এম নুরুল ইসলাম
241. ডাঃ. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান
242. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান
243. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সোবহান, পি ইঞ্জিনিয়ার
244. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার এস এম নজরুল ইসলাম, ভিসি, বুয়েট
245. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার আমিনুল হক, অধ্যাপক, বুয়েট
246. অধ্যাপক ড. ডাঃ. ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নুল আবেদীন, অধ্যাপক, বুয়েট
247. ইঞ্জিনিয়ার কাজী মোজাম্মেল হক
248. ইঞ্জিনিয়ার এ.এফ.এম. আব্দুল মতিন
249. বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ পি ইঞ্জিনিয়ার, এমডি, তিতাস
250. ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান
251. এফ/০৮৪২৪ প্রকৌশলি মোহাম্মদ আবু তালেব, এডজি ডি ও টি
252. প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান সি ই, এলজিইডি
253. প্রকৌশলী মোহাম্মদ বেলায়েত হোসেন, এডিজি, বিডব্লিউডিবি
254. প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, এমডি, সিটিজি, ডব্লিউএসএ
255. প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম খান
256. প্রকৌশলী মোহাম্মদ আলী মাসুদ হায়দার, এডিডিএল সি ই, আরএইচডি
257. প্রকৌশলী মোল্লা মুস্তাক আহমেদ
258. প্রকৌশলী এস.এম. মোসাদ্দেকুজ–জামান
259. প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম
260. প্রকৌশলী হাবিবুল আজিজ, পিএনজি. এডিডিএল সি ই, এলজিইএফ
261. প্রকৌশলী মোহাম্মদ মশিহুর রহমান, ডিএমডি টি আই টি এ এস
262. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল ইসলাম, সিই, বি ডব্লিউ ডি বি
263. ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সিই, বিপিডিবি
264. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম
265. ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরন্নবী প্রধান
266. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রশিদ
267. অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদে চৌধুরী, চুয়েট
268. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
269. এয়ার ভাইস এমআরএল ইঞ্জিনিয়ার সাদে উদ্দিন আহমেদ
270. ইঞ্জিনিয়ার দেওয়ান সামিনা বানু, সদস্য, বিপিডিবি
271. ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোস্তফা, জে.এস
272. মেজর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম
273. আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
274. ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রকিবুর রহমান, বিপি (অবঃ)
275. ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ খান (অবঃ)
276. ব্রিগেডিয়ার জেনারেল আনিস জামান (অবঃ)
277. ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিরাজুল ইসলাম শিকদার, এনডিসি, পিএসসি (অবঃ)
278. কমোডর এ ডব্লিউ চৌধুরী (অবঃ)
279. কর্ণেল এ টি এম মেজবাহ উদ্দিন সেরনিয়াবাত (অবঃ)
280. লেঃ কর্ণেল এ টি এম মহিউদ্দিন সেরনিয়াবাত (অবঃ)
281. লেঃ কর্ণেল আব্দুল নুর খান (অবঃ)
282. লেঃ কর্ণেল মির্জা হারুন অর রশিদ, বীর প্রতীক (অবঃ)
283. লেঃ কর্ণেল রমজান আলী সরকার (অবঃ)
284. গ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী (অবঃ)
285. গ্রুপ ক্যাপ্টেন কাজী মোসলেহ উদ্দিন (অবঃ)
286. গ্রুপ ক্যাপ্টেন মোঃ আব্দুল গাফফার (অবঃ)
287. গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ আলমগীর (অবঃ)
288. লেঃ কর্ণেল কানিজ ফাতেমা (অবঃ)
289. উইং কমান্ডার খান কবির উদ্দিন (অবঃ)
290. উইং কমান্ডার মোঃ হাসান মাসুদ (অবঃ)
291. স্কোয়াড্রন লীডার সদরুল আহমেদ খান (অবঃ)
292. স্কোয়াড্রন লীডার তানভীর তুলি (অবঃ)
293. মেজর মোহসিন শিকদার (অবঃ)
294. মেজর আতমা হালিম (অবঃ)
295. মেজর মাসুদুল আলম (অবঃ)
296. মেজর খন্দকার এ হাফিজ (অবঃ)
297. মেজর মোহাম্মদ আলী সুমন (অবঃ)
298. মেজর মোঃ ইউসুফ হোসেন (অবঃ)
299. মেজর সরওয়ার ইমরান মাহমুদ (অবঃ)
300. মেজর আবুল কালাম মৃধা (অবঃ)
301. মেজর মাসুম আহমেদ (অবঃ)
302. মেজর বারেক শিকদার (অবঃ)
303. মেজর মোঃ শামস উদ্দিন (অবঃ)
304. মেজর ওয়াসী উজ জামান (অবঃ)
305. মেজর রায়হান মুসা (অবঃ)
306. মেজর শেখ আজিজ (অবঃ)
307. ক্যাপ্টেন মোহাম্মদ তারিকুল আজম (অবঃ)
308. লেফটেন্যান্ট কানিজ ফাতেমা (অবঃ)
309. নুরুন্নবী তালুকদার, সাবেক সচিব।
310. ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান
311. ডাঃ এহসানুল কবির
312. ডাঃ কাজী শহীদুল আলম
313. ডাঃ শাহানা রহমান
314. ডাঃ মোজাম্মেল হক
315. ডাঃ হাসানুর রহমান
316. ডাঃ মোঃ নজরুল ইসলাম
317. ডাঃ আবুল হাসেম খান
318. ডাঃ জামাল উদ্দীন খলিফা
319. ডাঃ খালেদা খানম
320. ডাঃ আব্দুল বাকী আনিস
321. ডাঃ হাবিব–ই–মিল্লাত
322. ডাঃ এ এইচ এ গোলন্দাজ
323. ডাঃ মতিউর রহমান ভূঞা
324. ডাঃ মুস্তফা
325. ডাঃ একেএম রফিকুল আলম
326. ডাঃ মাহবুব ইকবাল
327. ডাঃ আব্দুল গণি মোল্লা
328. ডাঃ তোজাম্মেল হোসেন
329. ডাঃ মোঃ ইশতিয়াক হোসেন
330. ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরী
331. ডাঃ সেলিম আখতার চৌধুরী
332. ডাঃ তারেক মেহেদী পারভেজ
333. ডাঃ শফিকুল ইসলাম
334. ডাঃ মনোয়ার হোসেন তাপস
335. ডাঃ মাহফুজুর রহমান
336. ডাঃ ফরহাদ হোসেন
337. ডাঃ মুজিবুল হক
338. ডাঃ শেখ সফিউল আযম
339. ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী
340. ডাঃ মইনুল হক
341. ডাঃ রোকন উদ্দীন আহমেদ
342. ডাঃ মহসিনুজ্জামান চৌধুরী
343. ডাঃ এহতেশামুল হক চৌধুরী
344. ডাঃ আবু সাঈদ
345. ডাঃ মাহবুবুর রহমান
346. ডাঃ সাব্বির আহমেদ খান
347. ডাঃ শাহেদুল ইসলাম ভূঞা
348. ডাঃ গুলজার হোসেন
349. ডাঃ মোস্তফা আলম নান্নু
350. ডাঃ মোঃ মহিবুল হাসান
351. ডাঃ আহাদ আলী
352. ডাঃ চিন্ময় কান্তি দাস
353. ডাঃ বিশ্বাস আখতার হোসেন
354. ডাঃ আব্দুল আওয়াল
355. ডাঃ মোঃ দেলোয়ার হোসেন
356. ডাঃ এএফএম আমিনুল হক রতন
357. ডাঃ জামাল উদ্দীন মোল্লা
358. ডাঃ একেএম মুনীর
359. ডাঃ সর্দার মোঃ মুস্তানজীদ
360. ডাঃ এস এম মোখলেসুর রহমান
361. ডাঃ একেএম আজিজুর রহমান
362. ডাঃ এস জেড আতীক
363. ডাঃ শেখ শাহজাহান আলী
364. ডাঃ আব্দুর রউফ সরদার
365. ডাঃ একেএম শরীফুল ইসলাম
366. ডাঃ আবু ইউসুফ ফকির
367. ডাঃ আনম মিনহাজুর রহমান
368. ডাঃ আজম খান
369. ডাঃ মনিরুজ্জামান ভূঞা
370. ডাঃ মোসাদ্দেক আহমেদ
371. ডাঃ ইয়াকুব আলী মোল্লা
372. ডাঃ একেএম নুরুন নবী লাইজু
373. ডাঃ আব্দুল আজিজ চৌধুরী
374. ডাঃ আসাদুজ্জামান খান রিন্টু
375. জনাব মিয়া লুৎফর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত এসপি, বাংলাদেশ পুলিশ।
376. বীর মুক্তিযোদ্ধা এস. এম. গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত এসপি, বাংলাদেশ পুলিশ।
377. জনাব মোঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
378. জনাব নাসির উদ্দিন খান, পিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
379. জনাব সেতারা বেগম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
380. বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল আওয়াল পিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
381. জনাব ফরিদ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
382. জনাব মোঃ ওবায়দুল হক, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
383. জনাব মোঃ নজরুল ইসলাম মিয়া, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
384. জনাব এস এম শিবলী নোমান, পিপিএম, অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।
385. জনাব মোঃ মোফাজ্জেল হোসেন, সাবেক সচিব।