বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য আমরা বাধ্য করতে নয়, সহযোগিতা করতে চাই।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানী মগবাজারে আল–ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশনে সভাপতি বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি আমাদের আস্থা রয়েছে। সরকারকে সহযোগিতা করতে সব সংগঠনের প্রতি আহ্বান জানাই। জাতি সংকটে পড়লে আমরা কেউ দায় এড়াতে পারবো না।’
জামায়াতের আমির বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্ক অবস্থানে পর্যবেক্ষণ করছে জামায়াত। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতে ঠিক হবে না। আলাপ–আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিগত সরকারের কর্মকাণ্ডে নির্বাচন সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, যদিও এখন পর্যন্ত এর কোনো রোডম্যাপ জনগণের সামনে আসেনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।’
মানবিক করিডোর বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘মানবিক করিডোর স্পর্শকাতর বিষয়। এর সাথে জাতীয় নিরাপত্তা জড়িত। এটা নিয়ে যেন সরকার ভেবেচিন্তে অগ্রসর হয়। সরকারের উচিত সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় অথবা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়া।’
সেনাবাহিনী ইতিহাস তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্যদিয়ে সেনাবাহিনী গড়ে উঠেছে। সেনাবাহিনী নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।’
এসএ