আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বই বিতরণে কোনো সমস্যা হবে না। নির্বাচনের আগে তাদের হাতে পৌঁছে যাবে নতুন বই— বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন‘ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, আগামী ২০২৬ সালের নতুন বই ছাপা শেষ হয়েছে। নতুন বছরের বইগুলো গুদামে জমা দেওয়া শুরু করেছে। ফলে নভেম্বর মাসের মধ্যেই আশা করি আমরা সব বই পেয়ে যাব।
তিনি বলেন, ‘মুখস্থ বিদ্যা কোনো বিদ্যা নয়। প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে নম্বর পাওয়া সার্টিফিকেট পাওয়া প্রকৃত শিক্ষা নয়। শিশুদের মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসতে হবে।’
উপদেষ্টা আরও বলেন, শিক্ষা ব্যবস্থা এমন একটা বিষয়, যেটা ঝট করে দেখানো যায় না, এটা নিয়ে আস্তে আস্তে এগোতে হয়। ধারাবাহিকভাবে যদি কাজ করা যায় তাহলে এটার ফল পাওয়া যায়। আমরা দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার সমস্যাগুলোকে চিহ্নিত করেছি। সেই অনুযায়ী কাজ শুরু করেছি, এখন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এ ধারাবাহিকতা রক্ষা করেন, আমি আশাবাদী তাহলে পাঁচ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপ–পরিচালক মো. নূরুল ইসলাম, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
এসএ