একদিকে আঙুলের চোট, আরেক দিকে নির্বাচনের ব্যস্ততা- ভারত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে দূরে নির্বাচনী মাঠে সময় কাটাচ্ছেন টাইগার দলপতি। ফলে আইসিসি র্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়েছে।
সফল নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের যেখানে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সেখানে ৬ ধাপ পিছিয়ে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ২৮তম স্থানে আছেন সাকিব।
কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে ফরম্যাটের পর টি–টোয়েন্টিতেও জয়ের স্বাদ পেয়েছে লাল–সবুজেরা। আর পেস স্বর্গরাজ্যে নিজেকে বেশ ভালোভাবেই মেলে ধরেছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি–টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন বাঁ–হাতি এই পেসার। ৩২ ধাপ এগিয়ে ৪৬২ পয়েন্টে ৫৬ নম্বরে উঠে এসেছেন শরিফুল।
র্যাঙ্কিংয়ে সুসংবাদ পেয়েছেন মোস্তাফিজও। টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন দ্য ফিজ। এতে ২২তম স্থানে উঠে এসেছেন কাটার মাস্টার। টাইগার বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।
তবে টি–টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তেমন কোনো পরিবর্তন আসেনি। অলরাউন্ডারদের মধ্যে ২৫৬ রেটিং পয়েন্টে শীর্ষে বাংলাদেশি তারকা সাকিব।
আরও পড়ুন: হঠাৎ দুবাই গেলেন সাকিব
আল/ দীপ্ত সংবাদ