আজ ২৮ মে, সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃত্ব, মাতৃমৃত্যু হার হ্রাস এবং নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে সকল নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই এই দিবসের মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য হলো– ‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান।’
প্রতিবছরের মতো এ বছরও স্বাস্থ্য মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। গর্ভবতী মায়েদের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর জন্য সচেতনতামূলক প্রচারণা, গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান ছাড়াও মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা সভার অয়োজন করা হয়েছে।
নিরাপদ মাতৃত্ব দিবস পালনের সূচনা হয় ১৯৯৮ সালে। এর আগে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অনুমোদন দেন। এরপর থেকে দেশব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই উদ্যোগকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্ত করে, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।
এমএম/দীপ্ত সংবাদ