সম্প্রতি প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স ২০২৫’–এ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা। এই তালিকায় ১২৬তম স্থানে রয়েছে বাংলাদেশ।
অপরাধের হার কম হওয়া এবং শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোর কারণেই অ্যান্ডোরা এই অবস্থানে পৌঁছেছে বলে নাম্বিও‘র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ৭।
সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (৮৪.৫), তৃতীয় স্থানে কাতার (৮৪.২), এরপর রয়েছে তাইওয়ান (৮২.৯) এবং ওমান (৮১.৭)। শীর্ষ দশে আরও রয়েছে আইল অফ ম্যান, হংকং, আর্মেনিয়া, সিঙ্গাপুর ও জাপান।
নাম্বিওর প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের অবস্থানও উঠে এসেছে। শ্রীলঙ্কা ৫৯তম, পাকিস্তান ৬৫তম, এবং ভারত ৬৬তম স্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান এ তালিকায় ১২৬তম।
তালিকার একেবারে নিচের দিকে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা, যার অবস্থান ১৪৮তম। এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে এবং সিরিয়া রয়েছে ১৪০তম স্থানে।