পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় ভারত। এর মাঝে গতকাল একটি ড্রোন আঘাত করেছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে। তখনই চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার গুঞ্জন তৈরি হয়।
বৃহস্পতিবার (৮ মে) পিএসএলের একটি ম্যাচও পরিত্যক্ত হয়েছে।
এবার পিএসলের বাকি অংশই পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পিসিবি জানিয়েছে, পিএসএলের অবশিষ্ট আট ম্যাচের তারিখ ও ভেন্যু নতুন করে ঠিক করা হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে সময়সূচি। এর আগে গতকাল করাচি কিংস ও পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচ স্থগিত করার পর জরুরি সভায় বসে পিসিবি। নিরাপত্তা শঙ্কায় থাকা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই আমিরাতে আসর স্থানান্তরের আলোচনা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগকে উল্লেখ করেছে পিসিবি। সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছাকাছি ড্রোন শনাক্ত হওয়ার ঘটনাটি পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক, পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির মধ্যে একাধিক আলোচনার পর।
আল