বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সংকট শুধু বিএনপির নয়; বরং পুরো জাতির সংকট। তাই এই দাবি আদায়ে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।
ফখরুল বলেন, সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলনে এ পর্যন্ত বিএনপির ১৭ জন নেতাকর্মী নিহত হয়েছে। গ্রেফতার হয়েছে অসংখ্য নেতাকর্মী।
দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
সাগর–রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো অভিযোগপত্র জমা না দেয়ায় ক্ষোভ জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তা কল্পনাতীত।
মির্জা ফখরুলের দাবি, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ছে। তাই জনগণকে সঙ্গে নিয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব।
এফএম/দীপ্ত সংবাদ