রাজশাহীতে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, জীবন বৃত্তান্ত, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার হয়।
গ্রেফতার মো. নয়ন ইসলাম (২৫) রাজশাহী জেলার বাগমারা থানার অচিনঘাট এলাকার মো. আজগর হোসেন মণ্ডলের ছেলে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ওই টিম যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় উপস্থিত হয়ে আসামি নয়নকে আরএমপি হেফাজতে নেয়।
জালিয়াতির বিষয়টি স্বীকার করে নয়ন জানান, তিনি ও তার সহযোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সনেট এবং আরো অজ্ঞাতনামা ৩/৪ জন সহযোগী পরস্পর যোগসাজশে ডিজিটাল প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।
এডিসি বিজয় বসাক জানান, গ্রেফতার আসামি-সহ পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পেনাল কোডে একটি মামলা করা হয়েছে।
এমি/দীপ্ত