এশিয়া কাপের সুপার ফোরে আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে নিজেদের শেষ ম্যাচ জিতে এশিয়া কাপ শেষ করতে চায় লঙ্কানরা। ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে অপরাজিত থাকা।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরে এসে পথ হারায় তারা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে লঙ্কানরা। এরপর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্ন কঠিন করে ফেলে শ্রীলঙ্কা। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের কাছে বাংলাদেশের হারে এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়। তাই ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ নেই লঙ্কানদের।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, “সুপার ফোরে আমরা বাজে পারফরম্যান্স করেছি। তাই এবার এশিয়া কাপ আমাদের জন্য শেষ হয়ে যাচ্ছে। তবে শেষ ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করার সুযোগ আছে। শক্তিশালী ভারতের বিপক্ষে জয়লাভের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
এদিকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপ সুপার ফোরে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের ফাইনালে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–শ্রীলঙ্কা।
টি–টোয়েন্টি ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২১ ম্যাচে, শ্রীলঙ্কা জয় পেয়েছে ৯ ম্যাচে। ১টি ম্যাচ টাই এবং ১টি পরিত্যক্ত হয়, যেখানে টাই হওয়া ম্যাচের সুপার ওভারে জয় পেয়েছে ভারত।