দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্নিঝড় মোখায় পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।
তবে বাতাসের চাপ এখন পর্যন্ত বাড়েনি। আকাশ রৌদ্রজল রয়েছে। তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঘূর্নিঝড় মোখা আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিন–দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা দেশের চার সমুদ্র বন্দরে ০২ নম্বর দূরবর্তী সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আল/দীপ্ত সংবাদ