সকল ধরনের সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিতকরণ এবং নির্যাতিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি এ আহবান জানান।
বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই দলমত, ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল দেশ, মানবাধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা প্রতিবাদে সোচ্চার হবেন বলেও তিনি আশা করেন।
সম্প্রতি ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দাও জানান তিনি।
এসএ/দীপ্ত নিউজ