পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বান্দরবান জেলার বিভিন্ন জায়গায় বাজার তদারকিতে নেমেছে জেলা ও উপজেলা প্রশাসন। শনিবার (২৫ মার্চ) সকালে বান্দরবান বাজার তদারকিতে যান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী।
এসময় মুদি দোকান, ফল–মূলের দোকান, শাক–সবজি, মাছ–মাংস ও মুরগির দোকানগুলোও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পণ্যের সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিক্রি না করা এবং পণ্যের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন দোকান মালিকদের। পাশাপাশি কেউ যাতে দ্রব্যমূল্য নিয়ে কোনো প্রকার গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ব্যবসায়ী ও সর্বসাধারনকে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পুরো রমজান মাসব্যাপী জেলা প্রশাসনের এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ ব্যাবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
যূথী /দীপ্ত সংবাদ