বিশ্বখ্যাত টাটা মটরস এবং দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নিটল মটরস গাজীপুর জেলায় উদ্বোধন করলো স্মার্ট ও হাইস্পিড পিকআপ TATA INTRA V20, যা পাওয়া যাচ্ছে ৫ ধরনের বডিসহ সেমি হাইডেক, হাইডেক, করোগেটেড বডি, প্লেইন বডি, চিকেন ক্যারিয়ার বডি। আধুনিক ও দ্রুত গতির এই পিকআপ পণ্য পরিবহনকে আরও সহজ করে দেয়। টাটা মটরসের “প্রিমিয়াম টাফ” ডিজাইন ফিলোসোফির উপর ভিত্তি করে তৈরি ইনট্রা দেয় পাওয়ার প্যাকড পারফরম্যান্স এবং বেশি আয়ের সুযোগ, সাথে আছে নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং এর অভিজ্ঞতা।
এ উপলক্ষ্যে নিটল মটরস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ বলেন– গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় আজ আমরা দেশের প্রথম সারির অটোমোবাইল কোম্পানি। মানসম্মত প্রোডাক্ট ও সার্ভিস দিয়ে আমরা এই অবস্থান ধরে রেখেছি।, আমরা আত্মবিশ্বাসী যে, নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হাইস্পিড ইনট্রা ভি টুয়েন্টি দেশের পণ্য পরিবহন ব্যবস্থার নতুন চালিকাশক্তি হয়ে ওঠবে। এতে এমন কতগুলো বৈশিষ্ট্য যুক্ত আছে যার ফলে চালকেরা দীর্ঘ সময় ধরে ড্রাইভিং করতে পারবেন। এতে করে সার্বিক অপারেটিং খরচ কমে যাবে এবং লাভের পরিমানও বেড়ে যাবে। এখন থেকে ক্রেতারা রেডি স্টক থেকে বডিসহ পিকআপটি ডেলিভারি নিতে পারবেন যেকোনো সময় এবং সাথে পাবেন দুই বছরের ওয়ারেন্টি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শুভজিত সোম, এরিয়া ম্যানেজার, টাটা মটরস, বাংলাদেশ, নিটল মটরস লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট মোঃ এনায়েত হোসেন বিপ্লব, তানভীর হাসান এবং নিটল মটরসের এরিয়া প্রেসিডেন্ট কাজী হেমায়েত উদ্দিন।
এফএম/দীপ্ত সংবাদ