মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী‘র (বিজিপি) ৩০২ সদস্যসহ, দেশটির ৩৩০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া ইনানী নৌ–বাহিনীর জেটিঘাট থেকে তাদেরকে বিজিপি‘র কাছে হস্তান্তর করে জাহাজে তুলে দেওয়া হয়।
বিজিপি‘র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া ইনানী নৌবাহিনী ঘাটে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে আসেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩০২ জন বিজিপি সদস্য, তাদের পরিবারের ৪ সদস্য, একজন সেনা, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিকসহ, মোট ৩৩০ জনকে মিয়ানমারেরর সীমান্তরক্ষীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেব না: বিজিবি মহাপরিচালক
প্রত্যাবাসন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে।
হস্তান্তর কার্যক্রম শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, মিয়ানমারের আর কোনো নাগরিককে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির ৩৩০ নাগরিক বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানের কারণে, ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কিন্তু তাদেরকে এখনও ফিরিয়ে নেওয়া হয়নি।
এসএ/দীপ্ত নিউজ