নিজ জেলা পাবনায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেয়া হবে নাগরিক সংবর্ধনা। মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে এ সংবর্ধনা দেয়া হবে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আয়োজকরা বলছেন, এটি হবে নির্দলীয় এবং স্মরণকালের বৃহত্তম নাগরিক সংবর্ধনা।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুসহ নাগরিক কমিটির অন্য সদস্যরা সংবর্ধনাস্থলে সব ধরণের আয়োজন করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠাসহ শিক্ষা এবং রাজনীতির হাতেখড়ি পাবনায়। এরপর পাবনাতেই স্নাতক পর্যন্ত শিক্ষাজীবন শেষ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও পাবনা আমিন উদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
এমি/দীপ্ত নিউজ