বরগুনায় এক যুবক নিজ অন্ডকোষ ও বিশেষ অঙ্গ কেটে ফেলেছে। বিশেষ অঙ্গ বিহীন গুরতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার সময় গোপনাঙ্গ ও অন্ডকোষ বিহীন বরগুনা জেনারেল হাসপাতালে আনা হয়।
ঐ যুবকের নাম সুমন। সে বরগুনা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্হাপনা কার্যালয়ে কাজ করতো। তার বাড়ী বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আবাসনে। সুমনের ট্রান্সজেন্ডার স্বভাব ছিল বলে জানা গেছে। তার পালিত বাবার নাম জাহাঙ্গীর, মায়ের নাম খুশি বেগম।
এসময় তার সঙ্গে থাকা এলাকাবাসী জানান, সুমনের বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরছে বলে ডাক চিৎকার দেয়। এসময় তারা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা বলেন, সুমনের সঙ্গে বদ জীনের নজর রয়েছে। তারাই এই কাজ করতে পারে বলে ধারণা।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল বলেন, রোগীর সঙ্গে তার কোন গোপনাঙ্গ ছিলনা।
তিনি বলেন. রোগীকে জিজ্ঞেসা করলে কখনো বলেন নিজে কেটেছে আবার কখনো বলে ঘটনার সময় ঘুমে ছিলেন। আমরা এখান থেকে তার বিশেষ অঙ্গের জায়গায় রক্ত পড়া কমানোর প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
শাহ্ /আল