ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠজনদের হাতে খুন হতে পারেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তিতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিক কোমারভের প্রকাশিত এক নিবন্ধে এমন মন্তব্য করেন তিনি। জেলেনস্কি ভবিষ্যদ্বাণী করেন, পুতিনের নেতৃত্বের দ্রুত পতন ঘটবে।
পুতিন এবং তার শাসনে থাকা রাশিয়ার পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্য নিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক।
গত বছরের ডিসেম্বেরে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ধারবাহিক ব্যর্থতায় একাধিক কমান্ডার বদলেছেন পুতিন। তাতেই রুশ প্রেসিডেন্টের প্রতি বিরক্ত হয়ে উঠেছেন তার ঘনিষ্ঠ মিত্ররা। তাদের মতে, পুতিন কি করছেন, এ সম্পর্কে কোনও ধারণা নেই তার। এমনকি ইউক্রেন যুদ্ধে এগিয়ে যাওয়ার কোনও দৃঢ় পরিকল্পনাও নেই।
গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে, পুতিনকে ঘিরে থাকা লোকজনদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভবনা প্রবল। এ বিষয়ে ডেইলি বিস্টের সঙ্গে আলাপের সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বলেছিলেন, পুতিনের ক্ষমতাচ্যুত হবে আকস্মিক এবং গোপন পদক্ষেপ। এই ঘটনার পরিকল্পনা বা কাজের সঙ্গে যারা জড়িত থাকবেন, তারা ধরাছোঁয়ার বাইরে থাকবেন।
এমি/দীপ্ত