নতুন নতুন বৈচিত্র পোশাকের কারণে প্রতিদিন চর্চায় থাকেন উরফি জাভেদ। সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্রোপচার করিয়েছেন উরফি। এতেই বিপাকে পড়লেন তিনি।
দীর্ঘদিন ধরেই উরফির চোখের তলায় কালো ছোপ, যার পোশাকি নাম ‘ডার্ক সার্কেল’। অতীতে চোখের তলায় কালো ছোপের কারণে একাধিকবার ট্রলডও হয়েছেন তিনি। তাই শেষ পর্যন্ত সেই দাগ মেটাতে চোখে ‘ফিলার’ করান উরফি।
কিন্তু এতেই বিপাকে পড়েছেন তিনি। অস্ত্রোপচার করে হিতে বিপরীত হয়েছে তার। নিজের চেহারা দেখে নিজেই কপাল চাপড়াচ্ছেন।
উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে লেখেন, ‘আমার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই এই ফিলার করাই। কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে।’
তিনি আরও লেখেন, ‘এখন নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম?’ যদিও খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তিনি।
বলিউডে কৃত্রিম পদ্ধতিকে পুঁজি করে সুন্দর হওয়ার প্রতিযোগিতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। যাদের মধ্যে আয়েশা টাকিয়া, অনুষ্কা শর্মা, কাজল, কোয়েনা মিত্র, শিল্পা শেট্টি ও ক্যাটরিনা কাইফ। এই অস্ত্রোপ্রচার কারও ক্ষেত্রে ইতিবাচক হলেও, কারও কারও আবার কেরিয়ারও ধ্বংস করে দিয়েছে।
২০২১ সালে রিয়্যালিটি শো বিগ বস ওটিটি সিজন ১ অংশ নিয়েই প্রচারের আলোয় চলে আসেন উরফি। তাকে নিয়ে চর্চার প্রধান কারণ তার পোশাকের বৈচিত্র ও বেশভূষা। প্রতিদিন সামাজিক মাধ্যমে নতুন ধরনের সব পোশাকে দেখা যায় উরফিকে। আর এজন্য বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে।
এসএ/দীপ্ত নিউজ