ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে শিবির সমর্থীত বেশিরভাগ প্রার্থী। সর্বাধিক ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তবে, উল্টো চিত্র দেখা গেছে তিন প্রার্থীর বেলায়। এবারের নির্বাচনে তিন ভিপি প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। অনুমান করা হচ্ছে, নিজেদের ভোট ছাড়া আর কোনো ভোট পাননি তারা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে একটি করে ভোট পাওয়া সেই তিন প্রার্থী হলেন– সুজন হোসেন (ব্যালট নাম্বার ৩২), রাকিবুল হাসান (ব্যালট নাম্বার ৩৮) এবং রাসেল হক (ব্যালট নাম্বার ৩৯)। এছাড়াও, দুই ভোট করে পেয়েছেন তিনজন, ৩ ভোট করে পেয়েছেন তিনজন, ৪ ভোট পেয়েছেন একজন এবং ৫ ভোট করে পেয়েছেন দুই ভিপি প্রার্থী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এবারে ডাকসু নির্বাচনে ৪৫ জন ভিপি প্রার্থীর মধ্যে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। ১১,৭৭২ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন খাঁন, নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদি মায়েদ পেয়েছে ৫০৬৪ ভোট।
সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারি হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছিলো ক্যাম্পাসে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এর প্রায় ১৩ ঘন্টা পর একে একে বিভিন্ন হলের ভোটারদের রায় প্রকাশ পেতে থাকে। তাতে স্পষ্ট হয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ এর বিজয়। ফলাফল ঘোষণার পরপরই সিনেট ভবনে উল্লাস শুরু করেন সমর্থকরা।