আইসিসি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে ঢাকার সময় সকাল ১১টায়।
টানা ছয়টি দিবা–রাত্রি ম্যাচের পর, শনিবার আবারো সকালে বাংলাদেশের ম্যাচ। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দেওয়া লিটন কুমার দাস অনেকটাই নিশ্চিত, অজিদের মোকাবিলায় ইনিংস উদ্বোধন করছেন তিনি।
এনামুল বিজয়ের দীর্ঘক্ষণ ঘাম ঝরানো, আর মাঠে তানজিদ তামিমের অনুপস্থিতি বলে দিচ্ছে, একাদশে থাকতে পারেন তারা। কোচ অবশ্য উত্তরটা দিলেন ঘুরিয়ে।
কোচ বলেন, সাকিবের মতো খেলোয়াড়ের বিকল্প হয় না। তবে বিজয়ের মত অভিজ্ঞ ব্যাটার কিছুটা স্বস্তি দেবে। দলে খেলোয়াড় যেহেতু ১৫ জন,তাই বিজয়ের খেলার সম্ভাবনাও ১৫ ভাগের এক ভাগ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দেড়শর চেয়ে কম রানের ব্যবধানে হারলেও সমস্যা নেই। তবে বাংলাদেশের কোচ এই সমীকরণ নয়, করছেন ম্যাচ জয়ের পরিকল্পনা।
আগেভাগে সেমিতে উঠে যাওয়ায়, শেষ ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি জানান, বাংলাদেশকে আমরা ছোট করে দেখছি না। সাকিব না থাকায় আমরা কিছুটা স্বস্তিতে আছি, সাকিবকে ছাড়াও তারা ভালো দল। তাই আমরা আমাদের সেরাটা দিয়ে, জয়ের জন্য খেলবো
অনেকগুলো শেষের শুরু পুনেতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যেমন বিশ্বকাপ মঞ্চে ইতি ঘটবে, বাংলাদেশের পঞ্চপান্ডবদের, ঠিক তেমনি, বাংলাদেশের পেস বোলিং বিভাগকে বদলে দিয়ে দলের সবচেয়ে শক্তিশালী দিক বানানো ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়ও শেষ হচ্ছে পুনেতে। তাই সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বোর্ডকে হাতে নিতে হবে বড় পরিকল্পনা।
এসএ/দীপ্ত নিউজ