নিজেকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন— ‘Acting President of Venezuela, Incumbent January 2026’ ( ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভেনেজুয়েলা, ২০২৬ সালের জানুয়ারি থেকে দায়িত্বে)।
পোস্টটির সঙ্গে ছিল উইকিপিডিয়া আদলে তৈরি একটি সম্পাদিত ছবি, যেখানে ট্রাম্পের সরকারি প্রতিকৃতি দেখানো হয় এবং তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়।
তবে প্রকৃত উইকিপিডিয়া পাতায় ট্রাম্পকে ভেনেজুয়েলা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়নি। কোনও আন্তর্জাতিক সংস্থাও তার এই দাবির স্বীকৃতি দেয়নি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলা রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস‘কে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটি নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটি ফেডারেল কারাগারি বন্দি আছেন।
প্রসঙ্গত, ডেলসি রদ্রিগেজ সম্প্রতি ভেনেজুয়েলা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
এসএ