ফেনী–২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নিজ নামে ৩০ ভরি, স্ত্রীর নামে আছে ১০০ ভরি স্বর্নালংকার। বছরে মৎস্য খামার থেকে আয় করেন ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
এছাড়াও হলফনামায় তিনি স্থাবর সম্পত্তিতে উল্লেখ করেন, নিজ নামে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের কৃষি জমি, ৩০ কোটি ৩৭ লাখ টাকার অকৃষি জমি রয়েছে। এছাড়াও মৎস্য খামার থেকে বছরে নিজ নামে আয় হয় ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ও স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা আয় হয়।
অস্থাবর সম্পত্তির মাঝে নিজ নামে ১০ কোটি টাকা, স্ত্রীর নামে ১৯ কোটি টাকা, নিজ নামে ৩০ ভরি ও স্ত্রীর নামে ১০০ ভরি স্বর্নালংকার রয়েছে।
ইতোপূর্বে এমপি হয়ে তিনি এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করেছেন। ব্যাপক উন্নয়ন করেছেন এবং এলাকার জনগণ ব্যাপক সচেতন হয়েছে।
প্রসঙ্গত; ফেনী–২ আসনে (সদর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল হয়েছে। বৈধ ৮ জন হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার নজরুল ইসলাম, তৃণমুল বিএনপি আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. নুরুল ইসলাম ভূইয়া, জাকের পার্টি নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন, খেলাফত আন্দোলন আবুল হোসেন। বাতিল ২ জন হলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ, স্বতন্ত্র আনোয়ারুল করিম ফারুক।
০৪ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা দেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
আরও পড়ুন: আগুন সন্ত্রাসীদের স্থান ফেনীর কোথাও হবে না: নিজাম হাজারী
আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ