বরগুনায় নিখোঁজের তিনদিন পর রিপা (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যার দিকে সদর উপজেলার কেওরাবুনিয়ার আদম দরবার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরী রিপা কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলেন। বাবার অভিযোগ ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হলে তিনদিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। তবে তাকে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আদম দরবার সংলগ্ন একটি বাগানের মধ্য থেকে দুর্গন্ধ পেয়ে ওই এলাকার ইউপি সদস্য স্বপন গাজীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরীর বাবা শহজাহান গাজী বলেন, ‘পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাত দশটার পরেও বাড়ি ফেরেনি আমার মেয়ে। বিয়ে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে খোঁজখুঁজি শুরু করি। সকাল পার হলেও মেয়ে বাড়ি না ফেরায় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে সদর থানায় নিখোঁজ জানিয়ে একটি সাধারণ ডায়েরিও করি।‘
এসময় তিনি আরও বলনে একই এলাকার রমজান আলীর বখাটে ও মাদকাসক্ত ছেলে আল–আমীন আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করছে।
এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন গাজী বলেন, ‘নিখোঁজের বিষয়টি আমাকে শাহজাহান গাজী অবহিত করলে এলাকার লোকজন নিয়ে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করি। সন্ধ্যায় বাগান থেকে দুর্গন্ধ পয়ে স্থানীয়রা খবর দিলে আমি এসে পুলিশে খবর দেই।‘
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
ময়না তদন্তের জন্য নিহতের লাশ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ