পেসারদের দাপটে ক্রিকেটে প্রথমবার কিউই দুর্গ জয় করলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এটি প্রথম ওডিআই জয়।
শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। ৯৯ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো ২–১ ব্যবধানে।
পুরো ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ে নেমে টাইগার বোলারদের দাপট। শুরু থেকেই এলোমেলো ওদের ব্যাটিং। শুরুর সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে চার ওভার পর্যন্ত। শরিফুর সেই ধাক্কা বাড়িয়ে দেন।
৩৮ রানের জুটি গড়েন লেইথাম ও ইয়াং। ভয়ংকর হয়ে ওঠার আগেই শরিফুলের দারুণ কাম ব্যাক। ফেরান লেইথামকে। পরের ওভারে ইয়াংকেও সাজ ঘরে ফেরান শরিফুল।
কিউইদের পার্টনাশীপ গড়ার চেষ্টাকে সফল হতে দেননি তানজিম ও শরিফুল। দুর্দান্ত লাইন লেন্থ–এ বান্ডল, চ্যাম্পম্যানকে ফেরান। ততে ৬০ রানে নেই ৬ উইকেট।
সৌম্যকে কেনো বোলার হিসেবে ধরা হয় সেটা বুঝিয়েছেন। ক্লার্কসনকে দারুণ সুইংয়ে ফিরিয়েছেন। খানিকবাদে বোল্ড করেছেন মিলনেকে। তাতে ৮৬ রানে নিইজিল্যান্ডের নেই ৮ উইকেট। বাকি কাজটা করেন সৌম্য ও মুস্তাফিজ। ৯৮ রানে অল আউট নিউজিল্যান্ড।
টাইগার পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে শুরু করে বাংলাদেশ। তবে চোখের সমস্যায় এদিন ক্রিজে স্থায়ী হতে পারেননি আগের ম্যাচে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলা সৌম্য। ইনিংসের পঞ্চম ওভারে চোখে কিছু একটা সমস্যা হচ্ছিল তার। তাতে ১৬ বলে ৪ রান করা সৌম্য বাধ্য হয়ে ছাড়েন ক্রিজ।
এরপর ওপেনার এনামুল হক বিজয়কে সঙ্গ দিয়ে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন অধিনায়ক শান্ত। ৯ ওভার মোকাবিলায় দুজন মিলে তুলে নেন ৬৯ রান। বাংলাদেশ যখন জয় থেকে মাত্র ১৫ রান দূরে তখন সাজঘরে ফেরেন বিজয়। আউট হওয়ার আগে ৩৩ বলে ৭ চারের মারে ৩৭ রান করেন তিনি। অপরপ্রান্তে দাঁড়িয়ে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন শান্ত। ৪২ বলে ৮ চারের মারে ৫১ রানের অপরাজি ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ক্রিজের আরেক পাশে ২ বলে ১ রানে অপরাজিত ছিলেন লিটন দাস।
৯৯ রান তাড়ায় নেমে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ১৫.১ ওভারে, ৩৪.৫ ওভার হাতে রেখেই।
ওভারের হিসেবে এটি টাইগারদের তৃতীয় বড় জয়। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮.১ ওভার হাতে রেখে আর আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি বছরের মার্চে ৩৬.৫ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
গত বছরের ডিসেম্বরে দুর্ভেদ্য কিউই দুর্গে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে সেটা ছিল টেস্ট ক্রিকেটে। এবার সাদা বলের ক্রিকেটেও জয় তুলে নিল লাল সবুজের প্রতিনিধিরা। তাও গত ১৬ বছরের ইতিহাসে ১৮টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টির পর।
বুধবার (২৭ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে টি–টোয়েন্টিতে ডেডলক ভাঙার চ্যালেঞ্জ টাইগারদের সামনে।
এসএ/দীপ্ত নিউজ