নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টপ অর্ডারে চার ব্যাটারের মধ্যেই তিনজনই পেয়েছেন ফিফটির দেখা। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিশাদ হোসেন। এতে তিনশোর্ধ্ব রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় একশোর আগেই চার উইকেট হারায় কিউই একাদশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় কিছুটা লড়াই করলেও তা যথেষ্ঠ ছিল না স্বাগতিকদের। ফলে ২৬ রানের জয়ে মূল সিরিজের প্রস্তুতি সেরেছে টাইগাররা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লিনকনে শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।
দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৮৭ রান করেছেন রিশাদ। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৫৮, সৌম্য সরকার ৫৯ ও লিটন দাস ৫৫ রান করেন। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ২ বলে ৩০৮ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড একাদশ।
উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। ৩১ বলে ৩৩ রান করে বিজয় ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এদিন তিনে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে ৭১ বলে করেছে ৫৯ রান।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে হার, পিচকে দুষলেন ভক্তরা
ফিফটির দেখা পেয়েছেন তানজিদ তামিমও। রানের দেখা পেয়েছেন প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাসও। টপ অর্ডারের চার ব্যাটারের সবাই ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও ব্যর্থ ছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন দুই অঙ্্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন। তাদের দ্রুত বিদায়ের পরও দল বড় সংগ্রহ পেয়েছে রিশাদ হোসেনের কল্যাণে। তিনি সাতে নেমে ৫৪ বলে করেছেন ৮৭ রান।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন লেগ স্পিনার রিশাদ। দুটি করে উইকেট নেন হাসান এবং আফিফ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ