বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। বেঙ্গালুরুর বৃষ্টিকে অবশ্য আর্শিবাদ হিসেবেই নিতে পারে পাকিস্তান সমর্থকরা। এ জয়ে পূর্ণ ২ পয়েন্ট পেল পাকিস্তান।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তোলে উইলিয়ামসনের দল। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ পাকিস্তানকে ’অসম্ভব‘ সম্ভব করতেই হবে।
সেই অসম্ভব ৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান।
তবে এরপর পাক অধিনায়ক বাবর আজমকে সাথে নিয়ে ঝড় তোলেন ওপেনার ফখর জামান। ৩৯ বলে ফিফটি করা ফখর ৬৩ বলে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন।
৮১ বলে ১২৬ রানে ফখর জামান ও ৬৬ রানে বাবর আজম অপরাজিত থেকে শেষ পর্যন্ত ২৬তম ওভারের তৃতীয় বলে বৃষ্টি নামার সময় পাকিস্তানের স্কোর দাড়ায় ২০০। এর ফলে ডাকওয়ার্থ লুইস মেথডে তখন ২১ রানে এগিয়ে ছিল পাকিস্তান।
এরপর বৃষ্টিতে আর খেলা মাঠে না গড়ালে ২১ রানে জয় পায় পাকিস্তান ।
আল / দীপ্ত সংবাদ