সম্প্রতি নিউইয়র্ক টাইমসের ‘ব্লু টিক‘ সরিয়ে দিয়েছে টুইটার। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ব্লু টিকের জন্য সাবস্ক্রিপশন ফি না দেয়ায় সংবাদমাধ্যমটির টুইটার অ্যাকাউন্টের ব্লু টিক সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। বিবিসি ও রয়টার্সের মতো বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (১ এপ্রিল) টুইটার এক ঘোষণা জানায়, যেসব অ্যাকাউন্টে ইতোমধ্যে ব্লু টিক রয়েছে সেগুলোর ব্লু টিক সাবস্ক্রিপশন ফি–এর ভিত্তিতে সরিয়ে নেয়া শুরু করেছে তারা।
তবে নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংস্থা ও তারকারা ব্লু টিকের জন্য অর্থ না দেয়ার কথা জানিয়েছিল।দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার (৩১ মার্চ) নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস এবং ওয়াশিংটন পোস্টসহ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে তারা তাদের সংস্থা বা সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্টের ভ্যারিফিকেশন অর্থ দেবে না। যদিও নিউইর্য়ক টাইমস বলেছিল যে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটতে পারে।
গত বছর ৪৪ বিলিয়ন ডলারের টুইটার কিনে নেন ইলন মাস্ক। যার পরে বেশকিছু পরিবর্তন আসে টুইটার পরিচালনায়। সামাজিকমাধ্যমটির নতুন নীতি অনুসারে, ভ্যারিফিকেশন চেক মার্কগুলো এখন শুধু সাবস্ত্রিপশন ফি দেয়ার মাধ্যমে দেয়া হবে। গোল্ড চেক মার্ক পেতে হলে প্রতিষ্ঠানগুলোকে মাসে ১ হাজার ডলার ফি দিতে হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লু টিকের জন্য একজন ব্যক্তিকে ৭ ডলার গুণতে হবে। আর যুক্তরাজ্যের টুইটার ব্যবহারকারীদের ব্লু টিকের জন্য ৮ ডলার বা ৬.৪০ পাউন্ড দিতে হবে।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমসের অ্যাকাউন্টে ব্লু টিক সরিয়ে নেয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।
এফএম/দীপ্ত সংবাদ