নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আদমজী ইপিজেডের পোশাক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জে এই ঘটনা ঘটে। সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিকসহ দু–পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েেছেন। এসময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর এবং নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি পোশাক ব্যাবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসছিলো। দুপুরে মনির গ্রুপ ও সাগর গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে বিকেলে দু–গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষ শতাধিক লোকজন দেশী ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে কয়েক রাউন্ড গুলি করে। এসময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিক আহত হন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, আদমজী ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু–গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌতম শাহা/ইএ/দীপ্ত সংবাদ