জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার‘ শ্লোগানটি দুর্নীতিগ্রস্ত ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেয়া হয়েছিল। এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে দেয়া হয়নি।
বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধিরা এই অবস্থান স্পষ্ট করেন।
আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান জানান, নাহিদ ইসলামকে লক্ষ্য করে কোনো শিক্ষার্থী ‘ভুয়া’ বলেনি; বরং যে সচিব শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেননি, তাকে উদ্দেশ্য করেই এই শ্লোগান দেয়া হয়েছিল এবং তার বিচারের দাবি জানানো হয়।
তিনি বলেন, ‘আমরা উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে কোনো শ্লোগান দিইনি। আমাদের অভিযোগ ছিল সেই সচিবের বিরুদ্ধে, যিনি শিক্ষার্থীদের সাথে দেখা করেননি। কিন্তু কিছু পেজ বিভ্রান্তি ছড়াচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন।‘
মাসুদ রানা নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা নাহিদ ভাইয়ের পাশে আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই ‘আর্মি হবে ঠিকাদার, সব সালারা বাটপার’ শ্লোগান দিয়ে আসছে। সোমবার সচিবালয়ের সামনে আমরা একই শ্লোগান দেই, যা কিছু মহল ভুলভাবে উপস্থাপন করছে। আমরা বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছি এবং তাদের ভুল–ত্রুটি নিয়েও কথা বলছি। কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু করতে চাই না।”
শিক্ষার্থী জিহাদ ইসলাম শাওন বলেন, “নাহিদ ভাই আন্তরিকতার সাথে আমাদের সমস্যা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। তার ‘আপনারাই আমার বৈধতা’ এই উক্তিটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে ভুয়া বা বাটপার বলা হয়নি; বরং দ্বিতীয় ক্যাম্পাসের কাজে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই শ্লোগান দেয়া হয়েছিল।”
উল্লেখ্য, সোমবারের আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তখন শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজে জড়িতদের বিরুদ্ধে ‘বাটপার’ বলে শ্লোগান দিচ্ছিলেন, যা তারা আন্দোলনের শুরু থেকেই করে আসছেন। এছাড়া, সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতি যারা অবমাননাকর আচরণ করেছে, তাদের বিরুদ্ধেই ‘ভুয়া’ শ্লোগান দেয়া হয়েছে। তবে একটি গোষ্ঠী এটিকে নাহিদ ইসলামের বিরুদ্ধে বলেছে বলে অপপ্রচার চালাচ্ছে।