রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

‘এশিয়া’জ ওম্যান লিডার’ সম্মাননা পেলেন তাসনুভা আহমেদ টিনা

দীপ্ত নিউজ ডেস্ক
5 minutes read

 

মাইন্ডশেয়ার বাংলাদেশএর এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনাকে সম্মানজনক ‘এশিয়া’জ ওম্যান লিডার’ পুরস্কারে ভূষিত করেছে ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস। এই সম্মাননা মূলত তার অসাধারণ নেতৃত্ব এবং অনুপ্রেরণাদায়ী অবদানের স্বীকৃতি।

১৭ই অগাস্ট ২০২৩ তারিখে এই জমজমাট অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয় প্যান প্যাসিফিক সিঙ্গাপুরএ।

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস মূলত বিভিন্ন অঞ্চলের ব্যতিক্রমী নারী নেত্রী ও অগ্রদূতদেরকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি প্রদান করে। ১৪ বছর ধরে চলে আসা এই সম্মাননার আয়োজনটি সফলতার সাথে এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা দৃঢ়ভাবে লিঙ্গ ভারসাম্যে বিশ্বাস রাখা, সত্যিকারের পরিবর্তন আনা নেতৃত্ব সৃষ্টিকারী এবং অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক বিশ্ব তৈরির লক্ষ্যে কাজ করা উল্লেখযোগ্য সংস্থা ও ব্যক্তিদেরকে বিশ্বের সামনে তুলে আনে।

ক্যারিয়ারের পুরোটা জুড়েই তাসনুভা আহমেদ টিনা’র দুর্দান্ত যাত্রা তার দৃঢ় ইচ্ছাশক্তি, অদম্য নিষ্ঠা আর অতুলনীয় নেতৃত্বের প্রতিফলন। বিভিন্ন প্রতিষ্ঠানে নানান ভূমিকায় তার গতিশীল কর্মজীবন বাংলাদেশের মিডিয়া ও কম্যুনিকেশন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ছাপ রেখে এসেছে। ব্যবসায় প্রবৃদ্ধি, ধারাবাহিক ইনোভেশন এবং অগ্রসর ডিজিটাল স্ট্র্যাটেজি’র মতো ক্ষেত্রগুলোতে তার ব্যতিক্রমী দক্ষতার গুণেই এটি সম্ভব হয়েছে। তাকে মিডিয়া এজেন্সি’র ব্যবসায়ের জটিল সব সমীকরণ আয়ত্তে আনবার মতো সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়েছে কান্তার বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড এবং এমইসি বাংলাদেশএর মতো স্বনামধন্য সংস্থাগুলোতে তার বিভিন্ন স্তরের কাজের অভিজ্ঞতা।

তারপর সাম্প্রতিক বছরগুলোতে টিনা’র প্রখর ও দূরদর্শী কর্মপরিক্রমা এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডকেও পৌঁছাতে সাহায্য করেছে ঈর্ষণীয় উচ্চতায়; যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির ‘মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ক্যাটেগোরিতে গোল্ড অ্যাওয়ার্ড, ‘ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’হিসেবে সিলভার অ্যাওয়ার্ড এবং গোয়া ফেস্ট ২০২৩এ মোট ৫টি ‘অ্যাবি’ অ্যাওয়ার্ডসহ গত কয়েক বছরে নানান জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন।

কাজ ও ইন্ডাস্ট্রির প্রতি একাগ্র নিষ্ঠার সাথে সাথে টিনাকে এমন একজন গুরুত্বপূর্ণ লিডারে রূপ দিতে আরো ভূমিকা রেখেছে বিভিন্ন টক শো, ট্রেইনিং ও ওয়ার্কশপ কার্যক্রমের মাধ্যমে দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক পর্যায়ে তার দেশীয় ও আন্তর্জাতিক উপস্থিতি। আর এভাবে শুধু নিজের কর্মস্থলেই নয়, বরং গোটা ইন্ডাস্ট্রিতেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন ইতিবাচক পরিবর্তন সূচনাকারী একজন হিসেবে।

 

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More