নারী হয়েও মাংস বিক্রির মত কঠিন পেশা বেছে নিয়েছেন, দিনাজপুরের লক্ষ্মী রানী শর্মা। দিনে একাই ১০ থেকে ১৪টি খাসি -ছাগল জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটাসহ বিক্রি, সব কাজ করছেন। এক দিনে ৩১টি ছাগল জবাইয়ের রেকর্ডও আছে তার।
প্রতিদিন সকালে দিনাজপুরের বিরল উপজেলার ফুলবাড়ী বাজারে, লক্ষ্মী রানী শর্মার মাংসের দোকানে ভিড় লেগেই থাকে। শুধু স্থানীয় নয়, দুর দুরান্ত থেকেও মাংস কিনতে আসেন অনেকে।
২০১৪ সালের শেষ দিকে, মাংস বিক্রির ব্যবসা শুরু করেন লক্ষ্মী রানী। প্রথমে পরিবারের কেউ রাজি ছিল না। তবে স্বামী উষা দেব শর্মার সহযোগিতা পেয়েছেন সবসময়। তার স্বামীই বিভিন্ন হাটে ও গ্রামে ঘুরে ঘুরে খাসি কেনেন।
দিনাজপুরে মাংস বিক্রেতা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন লক্ষ্মী রানী শর্মা। স্বামী ও দুই সন্তান নিয়ে বর্তমানে বেশ সুখেই আছেন তিনি।