‘আমার দাদি বেগম খালেদা জিয়া একটি দলের নেতৃত্ব দিয়েছেন। নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য তিনি অনেক কাজ করেছেন’ বলে জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাইমা রহমান বলেন, ‘মেয়েদের আত্মবিশ্বাস তাদের ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান রাখে। দেশে অর্থনীতি এবং জিডিপি বৃদ্ধিতে নারীদের অবদান দৃশ্যমান নয়।’
তিনি বলেন, লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা জিডিপি‘তে খুব সহজে অবদান রাখতে পারে, যা উন্নত বিশ্বে দেখা যায়।
প্রাথমিক শিক্ষায় বাংলাদেশে নেয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদক্ষেপ নাইজেরিয়ায় অনুসরণ করা হয় বলে জানিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
তিনি বলেন, দাদু যখন গত বছর চিকিৎসার জন্য লন্ডন ছিলেন, সেখানে হাসপাতালে একজন পশ্চিম নাইজেরিয়ার নার্স ছিলেন। আব্বু–আম্মু একদিন সকাল সকাল হাসপাতাল গিয়েছিল দাদুকে দেখতে। তখন সেই নার্স বলেন, ‘আমি আপনার মাকে চিনেছি।’ আব্বু–আম্মু জিজ্ঞাসা করেন, ‘কীভাবে?’ নার্স বলেন, ‘আপনার মা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী না?’ আব্বু–আম্মু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি কীভাবে জানেন?’ পরে নার্স জানান, উনি (বেগম জিয়া) মেয়েদের জন্য যে এত কিছু করেছেন, এগুলো আমাদের সরকার ৩৫–৩০ বছর আগে দেখে বাস্তবায়ন করেছিল।
‘নিজের মা ডা. জুবাইদা রহমানের কথা‘ উল্লেখ করে জাইমা রহমান বলেন, ‘আমার মা একজন কার্ডিওলজিস্ট ও একজন গৃহিনী। তিনি একসঙ্গে দুটি জায়গাই সমানভাবে পরিচালনা করছেন।’
এসএ