পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ।
আসরে যায়গা পেতে কয়ালিফায়ার রাউন্ড পার করতে হয়েছে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এবারের ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ–আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুগুলো হলো– ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বো।
লিগ পর্বসহ এবারের আসরে আটটি দল মোট ৩১টি ম্যাচ খেলবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগ পর্বের খেলা শেষ হবে।
এক নজরে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর: বাংলাদেশ–পাকিস্তান (কলম্বো)
৭ অক্টোবর: বাংলাদেশ–ইংল্যান্ড (গৌহাটি)
১০ অক্টোবর: বাংলাদেশ–নিউজিল্যান্ড (গৌহাটি)
১৩ অক্টোবর: বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তম)
১৬ অক্টোবর: বাংলাদেশ–অস্ট্রেলিয় (বিশাখাপত্তম)
২০ অক্টোবর: বাংলাদেশ–শ্রীলঙ্কা (নাবি মুম্বাই)
২৬ অক্টোবর: বাংলাদেশ–ভারত (নাবি মুম্বাই)