ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। দুদলই প্রথমবার ফাইনালে খেলায়, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
একদিকে টুর্নামেন্টের অপরাজিত দল ইংল্যান্ড, অন্যদিকে এ পর্যন্ত মাত্র এক ম্যাচে হারা স্পেন। কার হাতে উঠবে প্রথম বিশ্বকাপ? সেই ফয়সালা হবে রবিবার সিডনি স্টেডিয়ামে।
নারী বিশ্বকাপের গত দুই আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। এবার আর খালি হাতে ফিরতে চান না ইংলিশ নারীরা।
ইংলিশ ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো বলেন, ‘বিশ্বকাপের স্বপ্ন সবাই দেখে। আমরাও ব্যতিক্রম নই। স্পেন নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। তবে শিরোপা জিতেই আমরা ফিরতে চাই।‘
বিশ্বকাপের আরেক দাবিদার স্পেন গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও, ঘুরে দাঁড়িয়েছে দারুনভাবে। নকআউট থেকে ফাইনাল, টানা জয়ের রেকর্ড ধরে রাখতে চাইবে তারাও।
স্পেন ডিফেন্ডার ওনা বাটলে বলেন, আমরা ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। নিজেদের শতভাগ দিতে মুখিয়ে আছে সবাই। ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। আশা করছি ফাইনালটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
ইংল্যান্ড বা স্পেন, পরিসংখ্যানে চোখ রাখতে চায় না কোন দলই। মাঠের লড়াইয়ে সেরাটা দিয়েই উচিয়ে ধরতে চায় বিশ্বকাপের নবম আসরের ট্রফি।
আল/ দীপ্ত সংবাদ