সাউথ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা বাংলাদেশ সময় রাত ১১টায়। রবিবার কেপ টাউনে বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শুরু করবে।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট পুরোপুরিভাবে পরিচালনা করতে যাচ্ছেন নারী অফিসিয়াল ম্যাচ।যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে না কোনো পুরুষ আম্পায়ার। খেলাতে অংশগ্রহন করতে যাচ্ছে ১০টি দল। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ও গ্রুপ ‘বি’ তে আছে বর্তমান রানারআপ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের।তারা পাকিস্তান ও ভারত দুই দলের কাছেই হেরেছিল তবে এবার পুনরায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা ফেব্রুয়ারি ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে ফেব্রুয়ারি ১৪ তারিখে অস্ট্রেলিয়া, ফেব্রুয়ারি ১৭ তারিখে নিউজিল্যন্ড ও ফেব্রুয়ারি ২১তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিগার সুলতানারা।