বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

নারীবান্ধব ওয়াশরুম ও স্যানিটারি সামগ্রী রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নারী কর্মকর্তা ও আগত সেবা প্রত্যাশী নারীদের ভোগান্তি কমাতে তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখায় স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী ব্যবস্থা রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা বা উপশাখায় কর্মরত নারী কর্মকর্তাকর্মচারী এবং আগত সেবা প্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের আবশ্যকতা রয়েছে।

তবে কর্মক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা এবং আগত নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।

এ পরিস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা বা উপশাখায় নারী কর্মকর্তাকর্মচারী ও আগত সেবাগ্রহীতা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দেয়া হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More