বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা আর্ট সামিটের ৬ষ্ঠ আসর। যাতে তুলে ধরা হয়েছে নারীদের না–বলা কথা। ‘বন্যা‘ শিরোনামে ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অনুষ্ঠানের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
শিল্পীকর্মের মাধ্যমে বর্তমান সময়ের নারীদের অনুভূতি তুলে ধরেছেন আশফিকা রহমান। বেহুলার মতো জনপ্রিয় পৌরাণিক উপাখ্যানকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে শিল্পকর্মে উপস্থাপন করেছেন তিনি। রাজধানীর চিত্রশালা মিলনায়তনে দর্শনার্থীদের নজর কাড়ছে তার এসব শিল্পকর্ম।
দেশের বন্যাপ্রবণ এলাকার নারীদের ওপর চলমান সহিংসতার কথা তুলে ধরেছেন এই শিল্পী। বেহুলার উদেশ্যে লেখা, কাপড়ে বোনা প্রতীকী চিঠির মাধ্যমে সেসব কথা সবার কাছে পৌঁছে দিতে চান তিনি।
দেশি–বিদেশি অনেক শিল্পীর পাশাপাশি, আশফিকা রহমানের শিল্পীকর্মও সবার প্রশংসা কুড়াচ্ছে।