নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার বক্তাবলিতে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
এসময় ১২ টি ইটভাটাকে ৮১ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব কাজী তানজীদ আহাম্মেদ।
পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ইটভাটার লাইসেন্স না থাকায় ভ্যাকু দিয়ে একটি ভাটাকে গুড়িয়ে দেয়া হয়। বন্ধ ঘোষনা করা হয় তিনটি ভাটাকে।
জরিমানা করা ইটভাটা গুলো হলো– মেসার্স সেলিম ব্রিক্স, মেসার্স বন্ধু বিক্স, মেসাস নিউ ব্রিক সান, জমজম ব্রিক্স, ধলেশ্বরী ব্রিক্স, চার চরহবিল ব্রিক্স, তৈয়ব ব্রিকস, নূরে মদিনা ব্রিকস, মহব্বত আলী ব্রিকস, নিউ নূর ব্রিকস ও রাকিব ব্রিকস।
অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মোজাহিদ জানান পরিবেশ মন্ত্রনালয়ের নির্দেশে ১০০ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই ইট তৈরি করত। তাই জরিমানা করা হয়েছে। সেখানে অবৈধ ইটভাটাসহ কলকারখানার মাধ্যমে বায়ুসহ পরিবেশ দূষন হচ্ছে সেখানে এ অভিযান চলবে।
আল / দীপ্ত সংবাদ