নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের উত্ত্যক্ত করার ছবি তোলার সময়ে এক দল দালাল চক্রের হামলায় দুই সংবাদকর্মী আহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটে।
আহত দুই সংবাদকর্মী হলেন– ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার ও ডিবিসির ক্যামেরা পার্সন আব্দুল্লাহ মামুন।
ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার বলেন, আমরা দুইজন মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে গিয়েছিলাম। কিন্তু হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে দেখি দালালরা রোগীদের সাথে খারাপ ব্যবহার করছে, তাই সেটার ছবি তোলায় আমাদের দুইজনকে ৫ থেকে ৬ জন দালাল মিলে বেধড়ক মারধর করেছে।
ডিবিসির ক্যামেরাপার্সন মামুন বলেন, একটি ছবি তোলার কারণে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে দালালেরা। তারা ৫ থেকে ৬ জন মিলে জরুরী বিভাগের সমানে আমাকে রক্তাক্ত করেছে। কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেনি আমাকে বাঁচাতে। হাসপাতালের ডাক্তারদের সাথে মিলেই দালালরা এখানে কাজ করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, এই ঘটনায় অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা কেউ ছাড় পাবে না।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাজমুল হোসেন বিপুল বলেন, আমি বিষয়টি পরে লোকজনের মাধ্যমে শুনতে পেরেছি। এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
আফ/দীপ্ত সংবাদ