নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পোশাককর্মীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (ব়্যাব)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলেন ব়্যাব–১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ বিষয়টি জানান।
গ্রেপ্তাররা হলেন– ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) এবং একই এলাকার মো. রনি (২৫)।
ব়্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, ধর্ষণের ঘটনাটির ছায়া তদন্ত শুরু হয়েছে। বিকেল ৩টার দিকে নাজমুলকে পূর্ব লামাপাড়ার বাসা থেকে এবং সন্ধ্যা সোয়া ৭টায় গাজীপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ওই পোশাককর্মী একটি কক্ষে ভাড়া থাকতেন। গত ১৮ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার নাজমুল ও তার বন্ধুরা মিলে স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে দলবেঁধে ধর্ষণ করে।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানারকর্মী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি রাতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে ফোন দেয়া হয়। অভিযোগ পাওয়ার পরও মামলা নেয়নি পুলিশ।এমনকি তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি।
ঘটনার আট দিন পর মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি নথিভুক্ত করা হয়। পরদিন দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
ইএ/দীপ্ত সংবাদ