নারায়ণগঞ্জের আইটি সেক্টরের উন্নয়ন নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমান।
বৃহষ্পতিবার (৬ জুলাই) সকালে ঢাকায় তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন অয়ন ওসমান। প্রতিমন্ত্রী তাকে নারায়ণগঞ্জে দেশের সবচেয়ে বৃহৎ ও সুন্দর আইটি জোন আশ্বাস প্রদান করেন এবং একটি নৌকা প্রতিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বইটি উপহার প্রদান করেন।
অয়ন ওসমান বলেন, প্রতিমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জে আইসিটি ভবনের কাজ বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান আগামী ২০২৫–২০২৬ অর্থ বছরের মধ্যে এটি বাস্তবায়ন শেষ হবে। এছাড়া ভবনটি ৬ তলা বিশিষ্ঠ করার কথা ছিল। সে বিষয়ে জানান এটি এমপি শামীম ওসমান মহোদয়ের পরিকল্পনা ও পরামর্শে ১০ তলা বিশিষ্ট ভবন নির্মান করা হচ্ছে। পাশাপাশি এখানে সরকারীভাবে সাধারণ শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষন দেওয়া হবে।
অয়ন নারায়ণগঞ্জের আইটি ব্যবসায়ীদের জন্য বলেন, ঢাকা থেকে ইন্টারনেট সংযোগ নিরবিচ্ছিনভাবে আসেনা, এটাকে কিভাবে পরিচ্ছন্নভাবে নিয়ে আসা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন এই সমস্যা সমাধানে অবকাঠামো তৈরি করবেন। যাতে প্রকৃত লাইসেন্সধারীরাই এই ব্যবসায় সংযুক্ত থাকবে।
গৌতম সাহা/এসএ/দীপ্ত নিউজ