নারায়ণগঞ্জের বন্দরে সাত বছরের শিশু সৌরভ হত্যার ঘটনায় সৎ ভাই-ভাবি ও সৎ ভাইয়ের শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৭ (এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বিষয়টি নিশ্চিত করেন। এ হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার (৭ এপ্রিল) বন্দর থানায় নিহত শিশুটির পিতা সালাউদ্দিন মামলা করেছেন।
নিহত শিশু সৌরভ বন্দর কুড়িপাড়া এলাকার মো. সালাউদ্দিন ও কুলসুম বেগমের ছেলে।
গ্রেফতাররা হলেন: সানি (১৯), মোসা. আয়শা আক্তার (১৮) ও শিল্পী বেগম (৩৫)। এরা সবাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া বটতলার এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে চাইলাউ মারমা বলেন, গত মঙ্গলবার শিশু সৌরভ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় বন্দর থানার কুড়িপাড়ায় সাকিনের ভাড়া বাসার বাথরুমের পাশে কচুর জঙ্গলে শিশুটির মরদেহ পাওয়া যায়।
উল্লেখ্য যে, এ সংক্রান্তে তার পরিবারের কেউ থানায় তখন কোন নিখোঁজ জিডি করেনি। মরদেহ উদ্ধারের পর থেকে বন্দর থানা পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় তথ্য ও গোয়েন্দা সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, খুনের ঘটনার সাথে শিশুটির সৎ ভাই, তার ভাবি ও ভাইয়ের শাশুড়ি জড়িত আছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে উক্ত খুনের ঘটনায় বন্দর থানায় মামলা হলে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার পরিকল্পনা, হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেন।
এমি/দীপ্ত